রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা উত্তরা বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতদের নাম- আব্দুল করিম সবুজ ওরফে জাহিদ ও সাদিয়া আক্তার সুমা। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে জানান, শুক্রবার (১৬ ডিসেম্বর ২০২২ খ্রি.) বিকাল ০৩:৩০ টায় কাকরাইল মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।
আপনার মতামত লিখুন :