রাজধানীতে চোরাই স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার এক


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২২, ৯:২৪ অপরাহ্ন / ৬২
রাজধানীতে চোরাই স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার এক

রাজধানীর স্বামীবাগ এলাকা থেকে চোরাই স্বর্ণালঙ্কারসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গেন্ডারিয়া থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ হোসেন। এসময় তার হেফাজত থেকে টারসেলসহ একসেট স্বর্নের হার, এক জোড়া স্বর্ণের কানের দুল, এক জোড়া হাতের চুড়ি, দুটি স্বর্ণের আংটিসহ চোরাই কাজে ব্যবহৃত সেলাই রেঞ্জ, প্লায়ার্স, স্ক্রু ড্রাইভার, লোহা কাটার যন্ত্র ইত্যাদি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ আল মামুন ডিএমপি নিউজকে জানান, বৃহস্পতিবার (২৭ অক্টোবর ২০২২ খ্রি.) থানার এসআই শিবব্রত দাস কিলো ডিউটি করার সময় সন্ধ্যা ৭:৩০ টায় করাতিটোলার মজুমদার স্টিল ইঞ্জিনিয়ারিংয়ের সামনে পাকা রাস্তার উপর দুজন পদচারীকে সন্দেহ হলে থামতে বলেন। কিন্তু তারা না থেমে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোঃ হোসেনকে গ্রেফতার করা হয়। তার হেফাজতে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে এসব স্বর্ণালঙ্কার ও চোরাইকাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ওসি জানান, এসব স্বর্ণ তারা ধলপুর এলাকা থেকে চুরি করেছে, যা যাচাই-বাছাই চলছে। তাদের স্থায়ী কোন নিবাস নেই। তবে তারা বাড্ডা এলাকায় ভাসমান থেকে বিভিন্ন এলাকায় চুরি করে থাকে।

গ্রেফতারকৃত হোসেন ও তার পলাতক সহযোগীর বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ