যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি


প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২২, ৬:০২ অপরাহ্ন / ৭৭
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ পার্টির (টোরি) নেতা ঋষি সুনাক। এখন শুধুই আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ বাকি। এর ফলে প্রথম ভারতীয় বংশোদ্ভূত নাগরিক হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী পেনি মরডন্ট নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় ঋষির সামনে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা ছিলো না। খবর বিবিসি’র।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির নেতা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে পেনি মরডন্ট ১০০ জন দলীয় এমপির সমর্থন লাভে ব্যর্থ হওয়ায় তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এর আগে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

পেনি মরডন্ট তার প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে বলেন, আমরা আমাদের নতুন প্রধানমন্ত্রী বাছাই করেছি। এই সিদ্ধান্ত ঐতিহাসিক এবং এই সিদ্ধান্ত দেখিয়ে দিয়েছে যে, আমাদের দল মেধা এবং বৈচিত্র্যে বিশ্বাস করে। ঋষির প্রতি আমার পূর্ণাঙ্গ সমর্থন রয়েছে।

কনজারভেটিভ পার্টির ১৯২২ সদস্য বিশিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারী জাতীয় কমিটির চেয়ার স্যার গ্রাহাম ব্র্যাডিও ঋষি সুনাকের দলীয় প্রধান নির্বাচিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।

উল্লেখ্য, স্থানীয় সময় আজ দুপুর ২টা নাগাদ যারা দলীয় প্রধান হতে চান তাদের পক্ষে দলীয় অন্তত ১০০ জন এমপির সমর্থনসহ আবেদন দাখিল করতে হতো। তার আগেই মরডন্ট প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ৪:১৯ অপরাহ্ণ
  • ৬:০৬ অপরাহ্ণ
  • ৭:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ