‘যত বড় নেতাই হোক গ্রেফতারি পরোয়ানা থাকলে কাউকে ছাড় নয়’


প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৩, ৮:৫২ অপরাহ্ন / ১৩৭
‘যত বড় নেতাই হোক গ্রেফতারি পরোয়ানা থাকলে কাউকে ছাড় নয়’

কারও বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলে তিনি যত বড় নেতাই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাজই অপরাধীকে আইনের আওতায় আনা। সে যে পর্যায়ের নেতাই হোক; আইন তার নিজস্ব গতিতে চলে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লহ্মীপুর বিএনপি নেতা এ্যানিকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। বারবার পুলিশের পক্ষ থেকে জানানো হলেও তিনি হাজির হননি দাবি করে ডিবি হারুন বলেন, ‘লক্ষ্মীপুর থানায় করা দুটি মামলায় তার (এ্যানি) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। জেলা পুলিশের অনুরোধে ধানমন্ডি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পাশাপাশি রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশকে আঘাতের মামলায়ও তিনি এফআরআইভুক্ত আসামি।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘দুটি ঘটনায় ধানমন্ডি থানা পুলিশ তাকে ধরে আনে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও তিনি আদালতে হাজির হননি, জামিন নেননি। তিনি কোনো মামলাতেই হাজির হননি। ওয়ারেন্ট থাকায় তাকে পুলিশ গ্রেফতার করে।’

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ