মিছিল মিছিল সিলেটের গণসমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীরা


প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২২, ৯:৪৫ অপরাহ্ন / ৯১
মিছিল মিছিল সিলেটের গণসমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীরা

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আয়োজন করেন। গণসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আর উৎসব বিরাজ করছে। গণসমাবেশের একদিন বাকি থাকলেও ইতোমধ্যে মিছিল আর স্লোগানে মুখর পুরো সিলেট নগরী।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার পর থেকে বিএনপির নেতাকর্মীরা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলীয়া মাদরাসার দিকে আসতে থাকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সোয়া ৬টা) সিলেট নগরীর কোর্ট পয়েন্ট, রেজিস্ট্রারি মাঠ, জিন্দাবাজার, রিকাবীবাজার, চৌহাট্টা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক, সিলেট জেলা যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সদস্যসচিব মিফতা সিদ্দিকীর সর্মথনে এসব মিছিল সমাবেশস্থলে যোগ দেয়। এছাড়াও হবিগঞ্জ জেলা ছাত্রদল, মৌলভীবাজার জেলা যুবদল, সুনামগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মিছিল দেখা যায়।

বিএনপি সূত্রে জানা যায়, শনিবার (১৯ নভেম্বর) দুপুর ২টা থেকে সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে। তবে তার দুই দিন আগে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকেই সমাবেশস্থল দখলে নিয়েছে নেতাকর্মীরা।

সমাবেশের একদিন আগেই নেতাকর্মীদের মাঠে অবস্থান করার বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ঢাকা পোস্টকে বলেন, আমাদের সিলেট বিভাগের নেতাকর্মীরা ইতিহাস রচনা করবেন। সিলেট হচ্ছে পুণ্যভূমি। বাংলাদেশের যেকোনো আন্দোলনে সিলেট অগ্রণী ভূমিকা পালন করেছে। এবারও তার ব্যত্যয় ঘটবে না। সরকার বাধা দেওয়ায় আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। প্রমাণ করে দিয়েছেন আমাদেরকে বাধা দিয়ে আটকানো যাবে না।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর ১৯ নভেম্বর (শনিবার) সিলেটে গণসমাবেশের আয়োজন করেছে তারা। এটি বিএনপির ৭ম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থানীয় বিএনপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ