মদনে নিবন্ধনহীন দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত


প্রকাশের সময় : মে ৩০, ২০২২, ৪:৫৩ পূর্বাহ্ন / ২৫৫
মদনে নিবন্ধনহীন দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার নেত্রকোনা

মদন উপজেলার পৌর শহরে তাপস ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার নামের দুটি প্রতিষ্ঠানকে আজ সীলগালা করে দেয়া হয়।
২৯ শে মে রবিবার দুপুর মদন উপজেলা নির্বাহী কর্মকর্তার বুলবুল আহমেদের নেতৃত্বে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় ঐ দুই ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন ও যথাযথ কাগজপত্র না থাকায় সিলগালা করে দেওয়া হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ও সাব ইন্সপেক্টর হাবিব।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমদ বলেন, সিলগালাকৃত ডায়াগনস্টিক সেন্টার গুলোর যদি যথাযথ কাগজপত্র ও নিবন্ধন সংগ্রহ করতে পারে খুলে দেওয়া হবে।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ