বোদা পাথরাজ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুমতি ছাড়াই ১৮টি গাছ কর্তন।
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২২, ৮:৪৩ পূর্বাহ্ন /
১৭০
মাজহারুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ
সংশ্লিষ্ট প্রশাসনেরর অনুমতি ছাড়াই বোদা ময়দানদিঘী ইউপির পাথরাজ আদর্শ উচ্চ বিদ্যালয়ের কতৃপক্ষ স্কুলের জমিতে প্রায় ১৮টি ইউ গাছ সংশ্লিষ্ট প্রসাসনের অনুমতি ছাড়াই কেটে বিক্রয় করেছে বলে অভিযোগ উঠেছে।জানা যায়, ওই স্কুলের উত্তর পশ্চিম কোনায় গাছগুলি কেটে সেখানে একটি নতুন বিল্ডিং ঘর নির্মানের কাজ চলছে।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক সত্যেন রঞ্জন বর্মা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মমজাজুল ইসলামের সাথে গাছ কাটার বিষয়টি জিজ্ঞাসা করা হলে তারা সাফ জানিয়ে দেন কোন গাছ কাটা হয়নি।অপরদিকে ওই ইউনিয়ের চেয়ারম্যান আব্দুল জব্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি নির্মানাধিন বিল্ডিং ঘরের স্থানে কয়েকটি গাছ দেখেছিল এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি ছাড়াই গাছগুলি কাটার জন্য তিনি অসন্তোষ প্রকাশ করেন।এছাড়া স্থানীয় বেশ কিছু লোক গাছগুলি সেখানে ছিল এবং তা অনিয়মভাবে বিক্রয় করা হয়েছে বলে অনেকেই জানান
আপনার মতামত লিখুন :