বেশি দামে স্যালাইন বিক্রি অভিযোগে ২ ফার্মেসিকে জরিমানা


প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন / ১৩৮
বেশি দামে স্যালাইন বিক্রি অভিযোগে ২ ফার্মেসিকে জরিমানা

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী স্যালাইনের কৃত্রিম সংকট সৃষ্টি করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে। এমন অভিযোগে শহরের দুই ফার্মেসি মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ আদালত পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ জানান,দীর্ঘদিন থেকে শহরের বেশকিছু ফার্মেসি কৃত্রিম সংকট তৈরি করে ৮৭ টাকার স্যালাইন ১৫০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রয় করে আসছে। নুর ও খাজা ফার্মেসিতে স্যালাইন কেনার জন্য সোর্স পাঠানো হয়। তারা আমাদের সোর্সকে স্যালাইন না থাকার কথা জানান। পরে বেশি দাম দিলে স্যালাইন দেয়। এ অভিযানে খাজা ফার্মেসিকে ১০ হাজার  এবং নুর ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় জেলা ঔষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মোকসেদুল আমিন উপস্থিত ছিলেন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ