সেলিম রানা স্টাফ রিপোর্টার :
মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। সড়কে বৃষ্টির পানি জমে যাওয়ায় তীব্র যানজট তৈরি হয়েছে। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।
ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে এবং প্রগতি সরণি রোডের এয়ারপোর্টমুখী সড়ক অনেকটা স্থবির হয়ে পড়েছে। ঢাকা-ময়মনসিংহ রোডের যানজটের প্রভাব পড়েছে মিরপুর ইসিবি চত্বর পর্যন্ত। থেমে থেমে বৃষ্টির কারণে ভোগান্তির মাত্রা আরও বেড়ে গেছে।
গত কয়েক দিন ধরে বৃষ্টির কারণে গাজীপুরের টঙ্গী-চেরাগআলী এলাকায় সড়কের খানাখন্দগুলো তলিয়ে গেছে। দুর্ঘটনার আশঙ্কায় যানবাহনগুলোকে সাবধানে চলতে হচ্ছে।
ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, গাজীপুরে সড়কের খানাখন্দকের কারণে এর প্রভাব পড়েছে রাজধানীতেও।
উত্তরা ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার নাবিত কামাল শৈবাল সাংবাদিকদের বলেন, ‘গাজীপুরের মুন্নু সিরামিকের সামনের রাস্তা ভাঙা থাকায় সেখানে সড়কে বৃষ্টির পানি জমেছে। এছাড়া রাস্তা কিছুটা ভাঙা রয়েছে। ফলে তীব্র যানজট তৈরি হয়েছে। তবে উত্তরা থেকে বনানীমুখী রাস্তা ফাঁকা আছে।’
তিনি বলেন, ‘আমরা উল্টো দিকে গাড়ি ছেড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।
আপনার মতামত লিখুন :