বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
বার কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়। এতে ৪০ হাজার ৬৯৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ২৫৭ জন।
এ ছাড়া ২৭ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা রয়েছে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের এরপর লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার তারিখ, সময়সূচি ও আসন বিন্যাস পরে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বার কাউন্সিলের ওয়েবসাইটের এই লিংকে আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল দেখা যাবে।
আপনার মতামত লিখুন :