রংপুরপ্রতিনিধি ঃ রংপুরের পীরগাছা উপজেলার বড় দরগা বাজারে জমে উঠেছে কুরবানীর পশুর হাট। প্রাচীন এই গরুর হাটে প্রতিবছরই জমজমাট হয়ে ওঠে কোরবানির পশুর বেচাকেনা। তারই ধারাবাহিকতায় চৌঠা জুলাই সোমবার জমে উঠেছে কোরবানির পশুর হাট। বড় দরগার বিশ কিলোমিটারের আশপাশ থেকে লোকজন পশু কেনাবেচার জন্য এসেছেন এই হাটে।
হাটের ইজারাদার বলেন গত বছরের তুলনায় এ বছরের পশুর আমদানি অনেক বেশি ক্রেতারা খুব স্বাচ্ছন্দ্যবোধ করে পশু ক্রয় করতে পারছেন। বিক্রেতারাও এ বছর পশু বিক্রি করে তৃপ্তি বোধ করছেন।
হাটের কর্তৃপক্ষ বলেছেন এবছর পঞ্চাশ হাজার থেকে নিয়ে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত গরু ক্রয় বিক্রয় হচ্ছে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ছাগলের হাটের আয়োজন হয়েছে এই বড় দরগা বাজারে।
আপনার মতামত লিখুন :