ফরিদপুর উজ্জল প্রাইভেট হাসপাতালের ভুল চিকিৎসা ও অবহেলায় প্রসুতির মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।


প্রকাশের সময় : মে ২০, ২০২৪, ১:৫৩ অপরাহ্ন / ১৬৬
ফরিদপুর উজ্জল প্রাইভেট হাসপাতালের ভুল চিকিৎসা ও অবহেলায় প্রসুতির মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ মে) রাত্রে ফরিদপুর শহরে মোল্লাবাড়ি সড়কের থাকা উজ্জল প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলায় সন্তান সিজার করার পর এক মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃতের নাম খায়রুন নাহার, বয়স ৩৫ সে ফরিদপুর সদর উপজেলা কানাইয়া ইউনিয়নের পুরদিয়া গ্রামের আব্দুস সামাদের মেয়ে। পরিবারের অভিযোগ ত্রুটিপূর্ণ অপারেশনেই খাইরুনের মৃত্যু হয়েছে। এ সময় জন্ম নেয়া পুত্র শিশুটির অবস্থা সংকটজনক অবস্থায় রয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ১১ টা প্রসূতি মাকে ফরিদপুর শহরে মোল্লাবাড়ি সড়কের উজ্জল প্রাইভেট হাসপাতাল ভর্তি করা হলে বেলা দুইটার দিকে ডাক্তার শ্যামল কুমার বিশ্বাস সিজার করলে একটি পুত্র সন্তান প্রসব করে। এর আধা ঘন্টা পরে স্বজনদের জানানো হয় মায়ের রক্ত লাগবে। সাথে সাথে রক্ত দেওয়া হল কিছু সময় পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানান রোগীর অবস্থা ভালো না দ্রুত মেডিকেল নিতে হবে।এমতাবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রকার জবরদস্তি করে তাদেরই ঠিক করা। এম্বুলেন্স করে ঢাকা মেডিকেল উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এরপর রাত্রে ঢাকা মেডিকেলে নেওয়ার পরে সেখানে ভর্তি না নিয়ে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে।

রোগীনির ছোট ভাই ওমর ফারুকের অভিযোগ তার বোনের সিজার পর আর জ্ঞান ফেরেনি, উপরন্ত দ্রুত তার পেট ফুলতে থাকলে হাসপাতালে তার মৃত্যু হয়। কিন্তু কেই মৃত্যুকে ঢাকবার জন্য তারা তাড়াতাড়ি করে রুগীকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করেন।

মৃত্য খাইরুন নাহারের মা জানান, আমার মেয়ে সুস্থভাবে হাসপাতালে গিয়েছে। মেয়েকে রেখে আমি হাসপাতালের পাশে আমার আত্মীয়ের বাসায় গিয়েছিলাম। এসে দেখি আমার মেয়েকে সিজার করতে নিয়ে গেছে। আমি মা উপস্থিত থাকা সত্ত্বেও আমার অনুমতি না নিয়ে আমার মেয়ের সিজার করা হয়েছে। আমি ডাক্তার দেখাতে আসছি, আমি সিজার করতে আসি নাই, হাসপাতাল কর্তৃপক্ষ কেন তড়িঘড়ি করে সিজার করেছেন। আগে পরে হাসপাতালে এইভাবে অনেক রোগী মারা গেছে। এ হাসপাতালের কতৃপক্ষের ও ডাক্তারের ন্যায় বিচার চাই।

অভিযোগের বিষয়ে, উজ্জল প্রাইভেট হাসপাতালের ক্যাশ মেমোতে থাকা মোবাইল নাম্বারে ফোন দিলে, প্রতিবেদককে মুঠোফোনে বলেন, এ বিষয়ে আপনারা ফোন দিয়েন না, এই বিষয়ে রোগী সজনদেরকে তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে। তারা কোন মামলা মোকাদ্দামা এবং কোথাও কোন অভিযোগ দিবে না বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ