জানাজায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকসহ জেলার বিভিন্ন পর্যায়ে নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে সাজেদা চৌধুরীর মরদেহ বহনকারী গাড়িটি সরকারি মানবেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে পৌঁছায়। জানাজা শেষে গাড়িটি আবার ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। সাজেদা চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. শফিউদ্দিন চৌধুরী বলেন, তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
আপনার মতামত লিখুন :