মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রীতি সমাবেশ হয়েছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা স্কুল মাঠে।
বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ পাঁচবিবির বাগজানা শাখা সম্প্রীতি সমাবেশের আয়োজন করে। সম্প্রীতি সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ছাড়াও সকল ধরনের সব শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট-১ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, জয়পুরহাট প্রেসক্লাব ও বার সমিতির সভাপতি আইনজীবী নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি। সমাবেশের উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, প্রধান বক্তা ছিলেন, পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল কুমার শাহ, সাধারণ সম্পাদক এ্যাড. স্বপন কুমার তালুকদার, উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধা মুনিষ চৌধুরী, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড. হৃষিকেষ সরকার, পাঁচবিবি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, বাগজানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মন্ডল, সাধারণ সম্পাদক হাফিজার রহমান, নারী নেত্রী ভক্তি রানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপন মহন্ত।
পাঁচবিবি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস বলেন, নির্বাচন আসলেই সংঘাত বাড়ে এজন্য নির্বাচনের আগেই নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী, রাজনৈতিক নেতা ও সব ধর্মের সুশীল সমাজের মানুষই নিয়ে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধা মুনিষ চৌধুরী বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানদের উদ্যেশে বলেন, স্বাধীন বাংলাদেশে আমরা কেউ সংঘালঘু না। আমরা শান্তিতে আছি। কেউ বিশৃংখলা না করতে পারে এজন্য নেতা কর্মীদের জন্য সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছে। এরকম আয়োজনকে তিনি স্বাগত জানান।
পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না বলেন, আমরা যে দলেরেই নেতা হই না কেন। সম্প্রীতি বজায় রেখে সকলের কাজ করা উচিৎ।
পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব বলেন, সংঘাত করে রাজনীতি হয়না। মানুষকে ভালবেসে মন জয় করতে হয়। নির্বাচনে অনেক প্রার্থী মনোনয়ন চাইতে পারে। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই নেতা কর্মীদের কাজ করা দরকার। এজন্য সম্প্রীতি দরকার।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, জয়পুরহাট প্রেসক্লাবের ও বার সমিতির সভাপতি আইনজীবী নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি বলেন, মনোনয়ন অনেকেই চাইতে পারে, আমিও দলীয় মনোনয়ন প্রত্যাশী। দল যাকেই মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করতে হবে। এজন্য সম্প্রীতির মাধ্যমে ঐক্যমত। আমি ঐক্য মতে বিশ্বাসী। এ ধরনের আয়োজন অংশগ্রহণে সন্তুষ্ট প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :