নির্বাচনকে সামনে রেখে মিরপুরে বেড়েই চলেছে ছিনতাই এবং মাদক বানিজ্য।


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৩, ৯:৫৪ অপরাহ্ন / ২৬২
নির্বাচনকে সামনে রেখে মিরপুরে বেড়েই চলেছে ছিনতাই এবং মাদক বানিজ্য।

আক্তার মাহমুদ, বিশেষ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি এর ভিতরে মিরপুর এলাকায় বেড়েই চলেছে ছিনতাই এবং মাদক। রাজধানীর গাবতলীতে সব সময়ই ছিনতাইয়ের কবলে পড়ে কেউনা কেউ কিন্তু কখনো তাদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেন ছিনতাইয়ের কবলে পড়া মানুষগুলো। টেকনিক্যাল থেকে মিরপুর ১ নাম্বার এই রাস্তায় প্রতি দিন কোননা কোন দুর্ঘটনা ঘটছে কিন্তু কখনো ছিনতাই কারীকে আইনের আওতায় আনতে পারছেনা পুলিশ। এবং ১০ কমিউনিটি সেন্টারের পাশে যেখানে সহকারী উপ পুলিশ কমিশনারের কার্যলয় তার ঠিক সামনেই সন্ধার পর দেখা যায় কিশোরগ্যাং এর আনাগোনা এবং তারা সরাসরি ছিনতাই করে। কিন্তু তাদের কখনো আইনের আওতায় আনতে পারছেনা পুলিশ। কারন এই সব কিশোর গ্যাং এর মাথার উপর হাত আছে বড় ভাইদের। এই সব বড় ভাইয়েরা যোগাযোগ রাখে পুলিশের কিছু অসাধু কর্মকর্তার সাথে। চোখের সামনেই ছিনতাই করে পালিয়ে যায় শহিদ বুদ্ধি জীবি কবর স্থানের ভিতরে। এবং গোলারটেক মাঠের ভিতরে। শুধু তাইনা। দারুস সালাম থানার সামনে গোলার টেক মাঠ এই মাঠের ভিতরে সকাল থেকে রাত। সব সময় চলে মাদক বানিজ্য। তবে সন্ধা হলে মাদক কারবারিদের আনাগোনা বাড়ে এই মাঠে। এই সব মাদক কারবারিরা কোন এক বড় ভাইয়ের লোক বলে অভিযোগ আছে। তবে কে সেই বড় ভাই সেইটা আজও জানতে পারেনি এলাকার সাধারণ জনগন। তবে বুদ্ধি জীবি সিটি কলোনির ভিতরে মাদক এবং ছিনতাই কারীর বসবাস বলেও অভিযোগ পাওয়া গেছে।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ