নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশবাসীকে উপহার দিবো:নির্বাচন কমিশন


প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন / ৯৫
নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশবাসীকে উপহার দিবো:নির্বাচন কমিশন

লক্ষ্মীপুর প্রতিনিধি – নিবার্চন কমিশনার মো. আনিছুর রহমান বলছেন আগামী ৭ জানুয়ারি যে সংসদ নিবার্চন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে বিশ্ববাসী। এ নির্বাচনের ওপর আমাদে ব্যবসা-বানিজ্য ও অর্থনৈতিক অনেককিছুই নির্ভর করে। এজন্য সকল প্রার্থীদের কঠোর হুশিয়ারী করে নির্বাচন কমিশন বলেন- আমরা ৫ জন নির্বাচন কমিশন রয়েছি। কাউকে খুশি করার জন্য, অথবা কাউকে অখুশি করার জন্য বলছি না। আপনারা সুন্দর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করেন। ভোটারদের কাছে গিয়ে ভোট চান। যদি কোথাও কোন প্রার্থী অসুস্থ কাজ, অন্যায় কাজ করে তাদের বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে। পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে, কেউ বিশৃঙ্খলা অথবা অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলেই তার প্রার্থীতা বাতিল করা হবে। প্রয়োজনে আমরা বারবার পূর্ণ নিবার্চন দিবো। যতবার দরকার ততই বার নির্বাচন দিবো। তখন আর চিল্লাচিল্লি করলেও কাজ হবে না।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলার প্রতিদ্বন্দ্ধী প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সাথে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশন আরও বলেন- জনগণের জন্য একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করার জন্য আমাদের যা-যা করার দরকার। আমরা তা করবো এবং করছি। একটি সুস্থ,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশবাসীকে উপহার দিবো।

প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন বলেন- প্রচার-প্রচারণার সময় আপনারা একটি সম্প্রতি বন্ধন তৈরি করেন। যেমনটাই উদাহরণ দিলেন দুই আসনের সকল প্রার্থীরা, সবাই একসাথে কাজ করছেন। এখন পর্যন্ত কোন প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আনেননি। এটাই হচ্ছে নির্বাচনের সঠিক চর্চা। প্রয়োজনে আপনরা এক মঞ্চে উঠে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। কে কি ইশতেহার দিবেন, সেইটা জনসম্মুখে প্রকাশ করেন। দেখবেন মানুষ সেখান থেকে তাদের প্রতিনিধি খোঁজে নিবেন।

লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সম্প্রতি যে ঘটনা ঘটছে, সেই বিষয় উল্লেখ করে নির্বাচন কমিশন বলেন (আজ) রাতের মধ্যেই মামলা নেওয়ার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের মাধ্যমে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও দ্বাদশ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কুমিল্লা আঞ্চলিক নিবার্চন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন ও লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ প্রমূখ ।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ