মোঃআব্দুল হান্নান-১৭অক্টোবর২০২৪ নাসিরনগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৪৭ লিটার চোলাই মদ সহ রব মিয়া নামে ১জনকে গ্রেফতার করে।
নাসিরনগর থানা পুলিশের এস আই মোঃ নুরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে নাসিরনগর টু গোকর্ন পাকা রাস্তার পার্শ্বস্থ বিসমিল্লাহ টাইলস্ এন্ড সেনেটারি নামক দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশক্রমে,অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদেরের দিক নির্দেশনায় বিশেষ অভিযান পৱিচালনা করে এস আই/মোঃ নূরে আলম, এএস আই/মোঃ মোশারফ হোসেন, এএস আই/মোঃ ইব্রাহিম সঙ্গীয় ফোর্স সহ বর্ণিত ঘটনাস্থল হইতে আসামী রব উদ্দীন মিয়া (৪৩), পিতা-ওহেদ জামাল, মাতা-রানু বেগম,সাং-চটিপাড়া,৩নং ওয়ার্ড, ইউপি-গোকর্নকে গ্রেপ্তার করে।পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতর প্রেরণ করে।
আপনার মতামত লিখুন :