নাসিরনগরে জনস্রোতে সিক্ত একরামুজ্জামান


প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৩, ১১:০২ পূর্বাহ্ন / ১৬২
নাসিরনগরে জনস্রোতে সিক্ত একরামুজ্জামান

মোঃ আব্দুল হান্নানঃ ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় নির্বাচনের দিনক্ষন।

চলছে নির্বাচনী প্রচার প্রচারনা।এবার নাসিরনগরে পাঁচজন প্রার্থী নির্বচনে প্রতিদ্বদ্ধিতা করলেও মুল লড়াইটা হবে দ্বিমুখী।এক দিকে স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামান সুখন (কলার ছড়ি) ও অন্যদিকে বি এম ফরহাদ হোসেন সংগ্রাম (নৌকা)।তবে দিন যত যাচ্ছে কলার ছড়ি জনস্রোতে পরিনত হচ্ছে।চায়ের দোকানের চায়ের টেবিলে,রাস্তাঘাটে, হাটে বাজারে,গ্রামগঞ্জের পাড়া মহল্লায়,নারী পুরুষ সাধারণ ভোটারের মাঝে এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে কলার ছড়ি।নৌকার প্রার্থী জনগণের মনমত না হওয়া হিন্দু,মুসলিম,আওয়ামী লীগ,বি এন পি সহ বিভিন্ন দলের লোকজন এসে কলার ছড়ি প্রতীকের প্রার্থী এস এ কে একরামুজ্জামান সুখনকে সর্মথন দিতে শুরু করেছে।জনগণ এ বারের নির্বাচনে নাসিরনগরের নৌকার মাঝির পরিবর্তন চায়।নির্বাচনকে কেন্দ্র আবার অনেকে অনেক রকমের মুখরোচক শ্লোগান ও দিতে শোনা গেছে।কেহ বলছে হিন্দু মুসলিম বেধেছি জোট কলার ছড়ি মার্কা দেব ভোট।কেহ বলছে চাঁদাবাজিকে বিদায় করবাে কলার ছড়ি মার্কা ভোট দেব।কেহ,বলছে নৌকার মাঝি বালানা তাই কলার ছড়িতে ভোটদেব।চায়ের দোকানের চায়ের টেবিল থেকে হাটেবাজারে,রাস্তাঘাটে,গ্রামগঞ্জে,পাড়ায়৷ মহল্লা সর্বত্রই এখন কলার ছড়ির আওয়াজ জোরেসুরে বইছে। উপজেলার তেরটি ইউনিয়নের তেরজন চেয়ারম্যানের মাঝে প্রায় দশজন নির্বাচিত চেয়ারম্যান ও যোগ দিয়েছে স্বতন্ত্রপ্রার্থী একরামুজ্জামানের সাথে। রয়েছেন সাবেক চেয়াম্যানরাও।কেন্দ্রীয় কৃষকলীগের অর্থবিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি রোমা আক্তার ছাড়াও আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগের উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের অগনিত নেতাকর্মীরাও রয়েছে কলার ছড়ির দলে।এলাকার হিন্দু ভোটারদের সিংহভাগ রয়েছে একরামুজ্জামানের পক্ষে।
নির্বাচনী প্রচার প্রচারনার অংশ হিসেবে তেরইউনিয়নে কর্মসুচী ঘোষনা করেছেন স্বতন্ত্র প্রার্থী।প্রথম ও দ্বিতীয় দিনের স্বতন্ত্র প্রার্থীর জনসভায় লোকে লোকারণ্য হয়ে জনস্রোতে পরিনত হতে দেখা গেছে।দিনযত যাচ্ছে স্বতন্ত্রপ্রার্থীর জনস্রোত তত দেখা যাচ্ছে।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ