মোঃ আব্দুল হান্নানঃ-ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডাগ্রামের গাংকুলপাড়ার রজব আলীর ছেলে কুখ্যাত ডাকাত হামিদ মোল্লাকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করে নাসিরনগর থানা পুলিশ।
মামলা সুত্রে জানা গেছে ডাকাত হামিদ মোল্লা সহ ১৫/২০ জনের একটি দল গত রাতে নাসিরনগর সদর ইউনিয়নের তিলপাড়া আনন্দপুর রাস্তার উপরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।এ সময় পুলিশ খবর পেয়ে,নাসিরনগর থানার এস আই রূপন নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থ হামলা করলে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে।এ সময় ডাকাত হামিদ মোল্লাকে জনতা দৌড়ে গিয়ে আটক করে।অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।থানা পুলিশ সুত্রে জানা গেছে ডাকাত হামিদ মোল্লার বিরোদ্ধে মোট সাতটি মামলা আদালতে চলমান রয়েছে।
নাসিরনগর থানা পুলিশের এস আই রূপন নাথ জানান,ডাকাত হামিদ মোল্লার বিরোদ্ধে আদালতে আরো ছয়টি মামলা চলমান রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :