নাটোরে আসামি বিএনপি, আ.লীগের হামলা, পুলিশের মামলায়


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ন / ১০০
নাটোরে আসামি বিএনপি, আ.লীগের হামলা, পুলিশের মামলায়

নাটোরের লালপুর উপজেলায় বিএনপির দলীয় কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনার পর গতকাল মধ্যরাতে পুলিশ বাদী হয়ে বিএনপির প্রায় ৪৪০ নেতা–কর্মীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া অভিযোগ এনে মামলা করেছে। পুলিশের দাবি, বিএনপির নেতা-কর্মীরা বিস্ফোরক বহন করছিলেন এবং ইটপাটকেল নিক্ষেপ করে জেলা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছেন।

পুলিশের করা মামলায় আজ বুধবার সকাল পর্যন্ত বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির সদস্যসচিব হারুন অর রশিদের ছোট ভাই তুহিন ইসলাম (৪২) ও বিএনপির কর্মী মহিদুল ইসলাম (৫৮)। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বিষয়টি আইনের চোখকে নিশ্চিত করেছেন। ওই মামলায় ৫৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।

 

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ