আর মাত্র এক দিন বাকি নির্বাচন তাই পাস করতেই হবে সবাইকে। এমন চিন্তা মাথায় রেখে রাতের বেলায় ভোট কেনার জন্য বের হচ্ছে সবাই।এমন ঘটনায় দারুস সালাম থানা আওয়ামিলীগ এর সভাপতি মাজহার আনাম কেটলি মার্কার ভোট কিনতে গিয়ে টাকা সহ হাতে নাতে আটক হয় ১৪ আসনের মিরপুর ৬ নামবার এলাকায় জনগনের হাতে। এবং সাথে ২ টা নামি দামি ব্রান্ডের গাড়ি সহ। এ সময় ৬ নাম্বার এলাকার আওয়ামীলীগের নেতা কর্মিরা বলেন গভির রাতে আমাদের এলাকায় ভোট কেনার জন্য মাজহার আনাম সহ সাথে কিছু লোক অবস্থান করছে। তারই ধারাবাহিকতায় আমরা এলকায় টহল শুরু করি। এক পর্যায়ে তাদের কাছে টাকার ব্যাগ এবং গাড়ি সহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি। পরে মাজহার পালিয়ে গেলেও সাথে থাকা লোক শিকার করেন তার সাথে দারুস সালাম থানা আওয়ামিলীগের সভাপতি মাজহার আনাম সহ আরো কয়েক জন লোক মিলে কেটলি মার্কার ভোট কেনার জন্য রাতে বের হয়েছিলেন।।
আপনার মতামত লিখুন :