দৌলতপুরে ট্রলির ধাক্কায় ২ বাইকার নিহত


প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২২, ৪:৪৭ অপরাহ্ন / ৫৫৮
দৌলতপুরে ট্রলির ধাক্কায় ২ বাইকার নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্যামনগর গ্রামের ভিকু মণ্ডলের ছেলে ইরফান (৩৪) ও পাশের মৌবাড়ীয়া গ্রামের জামাল ম-লের ছেলে আশিক (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে শ্যামনগর বাজারের সামনে দিয়ে ইরফান ও আশিক মোটরসাইকেলে করে বাড়ির ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন তারা। এ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দু’জনেরই মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ৪:১৯ অপরাহ্ণ
  • ৬:০৬ অপরাহ্ণ
  • ৭:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ