দেশে নির্বাচন নামে চলছে তামাশা : জেলা বিএনপির আহ্বায়ক হাছিব


প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৩, ৯:৪৬ অপরাহ্ন / ১৭৯
দেশে নির্বাচন নামে চলছে তামাশা : জেলা বিএনপির আহ্বায়ক হাছিব

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাছিবুর রহমান বলছেন, ১৫ বছর ধরে একজন মানুষ চাইলে তার পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে না। সঠিক (মার্কা) প্রতীকে প্রয়োগ করতে পারে না ভোটার অধিকার। দেশে নির্বাচন নামে চলছে তামাশা। ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচন এখন তামাশায় পরিনত হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বাসভবন প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা বিএনপি।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সমালোচনা করে অ্যাডভোকেট হাছিব আরও বলেন- আজকে নৌকার প্রার্থী যিনি দেন,স্বতন্ত্র ও ডামি প্রার্থী তিনি দেন। এ হচ্ছে দেশের গণতন্ত্র। এ গণতন্ত্রের জন্য কি আমরা লড়াই করছি। আমরা আমাদের ভোটার অধিকার ফিরে পেতে চাই। এ ভোটার অধিকার ফিরে পেতে বিগত ১৫ বছরে শত-শত নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। হাজার-হাজার মামলা দেওয়া হয়েছে। ৫০ লক্ষ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বর্তমানে ২ কোটি নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে। এ শীতকে উপেক্ষা করে বনজঙ্গলে মানবেতর জীবনযাপন করছে তারা। শুধুমাত্র মানুষের ভোটার অধিকার ফিরে দেওয়ার জন্য। মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য আজ তাদের এ সংগ্রাম। এ লড়াই শুধু বিএনপির একা নয়। এ লড়াই দেশের ১৮ কোটি মানুষের।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, হারুনুর রশিদ বেপারী, প্রফেসর নিজাম উদ্দিন, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, ছাত্রদল নেতা আমির আহমেদ রাজু, দেলোয়ার হোসেন শিমুলআব্দুল মজিদসহ প্রমুখ।

মানববন্ধন কর্মসূচির আগমুহূর্তে শহরের হাসপাতাল রোড এলাকায় থেকে বিএনপির নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ একটি বিক্ষোভ-মিছিল নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ