ফয়সাল কবির, লক্ষ্মীপুর-লক্ষ্মীপুর সদর উপজেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের পুনরায় বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর শাহ আলম।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রত্যক্ষ ব্যালট ভোটের মাধ্যমেক ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এই বিজয় লাভ করেন।
রবিবার (২৮ এপ্রিল) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় গণনার কাজ শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক ।
নির্বাচনে ২নং ইউনিয়ন দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদে মোট ১১৫৬৫ ভোটের মধ্যে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৯ টি কেন্দ্রে ৬২৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মীর শাহ আলম । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন চৌধুরী চশমা প্রতীক নিয়ে ২৭২০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
এদিকে ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদে মীর শাহ আলম দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।
প্রত্যক্ষ ব্যালট বিপ্লবের মাধ্যমে সাধারণ জনগণের প্রাণের রায় প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান মীর শাহ আলম ।
আপনার মতামত লিখুন :