তৃতীয়বার উপজেলা পরিষদ চেয়ারম্যান হলেন টিপু


প্রকাশের সময় : মে ৩০, ২০২৪, ৭:০৫ অপরাহ্ন / ১৫৭
তৃতীয়বার উপজেলা পরিষদ চেয়ারম্যান হলেন টিপু

ফয়সাল কবির, লক্ষ্মীপুর -টানা তৃতীয়বারের মতো লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন এ কে এম সালাহ উদ্দিন টিপু।

বুধবার ২৯ মে তৃতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৬৯ হাজার ৭০৪ ভোট পেয়ে জয়ী হন তিনি।

জেলা যুবলীগের সাবেক সভাপতি টিপু এর আগে আরও দুইবার উপজেলা চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।

বুধবার রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব উন্নয়ন ও মানবসম্পদ) ও রিটার্নিং কর্মকর্তা পদ্মাসন সিংহ বেসরকারিভাবে সালাহ উদ্দিন টিপুর নাম ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে জানা গেছে, চেয়ারম্যান পদে এ.কে.এম সালাহ উদ্দিন টিপু ৬৯ হাজার ৭০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মুহাম্মদ রহমত উল্লাহ পেয়েছেন ৬ হাজার ৩৯৭ ভোট।

উল্লেখ্য, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ৪:০০ অপরাহ্ণ
  • ৫:৪০ অপরাহ্ণ
  • ৬:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ