তুমি নেই


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২২, ১২:৪৭ অপরাহ্ন / ১৬৪
তুমি নেই
 মো : হাবিবুর রহমান 
তুমি বিহীন পৃথিবী মোর মনে হয়
এক উত্তপ্ত বায়ুর বাসস্থান,
তোমার লুকানো নিয়ে আমি ব‍্যাতিব‍্যস্ত
পাইনি তোমায় খুজে সবখানে    ।
অক্সিজেন রুপে তুমি আছো প্রাণপণে
তুমি বিহীন পৃথিবী মনে হয়,
বিষাক্ত কার্বন ডাই অক্সাইডের জন্যে
বাচিবার ইচ্ছা মোর হল ক্ষয়   ।
তুমি নেই চলে গেছো বহু বহুদুরে
ফিরাইবার সাধ‍্যই যেন নাই,
লালসা আর  লোভসা পৃথিবীর
স্বল্প স্বার্থ গ্রাস করেছে তোমায়   ।
তুমি গিয়েছো অনেক দুর আস্তানায়
সুখ তোমারই নিত্য সঙ্গী হোক,
কামনার বর্ণনায় সুখী তুমি হও
ইহ-পরকালের জীবনে সু-আসুক    ।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:২৩ অপরাহ্ণ
  • ৬:১১ অপরাহ্ণ
  • ৭:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ