ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬৯


প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২২, ৬:০৭ অপরাহ্ন / ৫২২
ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৯ জন রোগী।

শনিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট তিন হাজার ৫৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন।

এতে জানানো হয়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৩৬ হাজার ১৩১ জন। ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২৪ হাজার ৮৫৩ জন এবং ঢাকার বাইরে ১১ হাজার ২৭৮ জন।

এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ হাজার ৪০০ জন ডেঙ্গু রোগী । ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৪৯৫ জন ও ঢাকার বাইরে ১১ হাজার ২৭৮ জন।

প্রসঙ্গত, সাধারণত বর্ষাকালে প্রতি বছর ঢাকাসহ দেশের বিভিন্ন শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর ২০২১ সালে ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ