দেশে বর্তমানে ডেঙ্গুর চারটি সেরোটাইপ একসঙ্গে সক্রিয়। যাতে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। তাই জটিলতা এড়াতে জ্বর আসা মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
দেশে ডেঙ্গুর ব্যাপক প্রকোপ দেখা দেয়, ২০০০ সালে। ওই বছর প্রাণ হারান ৯৩ জন। প্রচার-প্রচারণা ও জনসচেতনতায় মাঝে বেশকিছু বছর তেমন প্রাদুর্ভাব ছিল না ডেঙ্গুর। তবে, ২০১৮ সালে বাড়তে থাকে রোগী। মৃত্যু হয় ২৬ জনের। পরের বছর সারাদেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হন। মারা যান, রেকর্ড ১৭৯ জন।
জটিলতা এড়াতে জ্বর এলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন বিশেষজ্ঞরা।
আপনার মতামত লিখুন :