এর আগে গত বছরের নভেম্বরে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়। তাতে দাম হয়েছিল ৮০ টাকা লিটার। তার আগে এই দুই জ্বালানি তেলের দাম ছিল লিটারে ৬৫ টাকা।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা করা হবে।
জ্বালানির দাম– প্রতি লিটার/টাকা
পণ্য | আগের দর | নতুন দর |
ডিজেল | ৮০ | ১১৪ |
কেরোসিন | ৮০ | ১১৪ |
পেট্রল | ৮৬ | ১৩০ |
অকটেন | ৮৯ | ১৩৫ |
আপনার মতামত লিখুন :