হবিগঞ্জে ঢাকা–সিলেট মহাসড়কে থামিয়ে রাখা একটি ট্রাকের পেছনে থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে চালকসহ দুজন নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা শাহী মহল্লা এলাকার আলী শেখের ছেলে ও থামানো ট্রাকের চালক লিটন শেখ (৫৫) এবং পেছনের ট্রাকের চালকের সহকারী ময়মনসিংহ সদরের সাঁথিয়াপাড়া এলাকার সাদিকুল ইসলামের ছেলে আবদুল্লা আল নাবিন (২০)।
জানতে চাইলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ আইনের চোখকে বলেন, সকাল ১০টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের বাগানবাড়ি এলাকায় ঢাকা থেকে সিলেটগামী রডবোঝাই একটি ট্রাকের চাকা বিকল হয়। চালক ট্রাক থেকে নেমে চাকাটি পরীক্ষা করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক থামানো ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই থামানো ট্রাকের চালকের মৃত্যু হয়।
ওসি মো. সালেহ আহাম্মদ আরও বলেন, পেছনের ট্রাকের চালকের সহকারীকে আহত অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রাক দুটি জব্দ করে থানায় আনা হয়েছে।
আপনার মতামত লিখুন :