জোনায়েদ সাকির ওপর হামলায় প্রমাণ হয়েছে : জি এম কাদের


প্রকাশের সময় : জুন ৮, ২০২২, ৩:০৩ অপরাহ্ন / ১৮৭
জোনায়েদ সাকির ওপর হামলায় প্রমাণ হয়েছে : জি এম কাদের

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির ওপর চট্টগ্রামে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, জোনায়েদ সাকির ওপর হামলায় প্রমাণ হয়েছে রাজনীতিতে দুর্বৃত্তায়ন চলছে। দুর্বৃত্তায়নের কাছে কখনোই রাজনীতি মাথা নত করতে পারে না।

জোনায়েদ সাকির ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আজ বুধবার দুপুরে একটি বিবৃতি দিয়েছেন জি এম কাদের। জোনায়েদ সাকির ওপর হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় পার্টির এই নেতা। তিনি বলেন, রাজনীতিবিদদের ওপর এমন ন্যক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক বিবেচনায় সন্ত্রাসীরা পার পেলে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে। জাতীয় পার্টি সব সময় সন্ত্রাসমুক্ত রাজনীতির পক্ষে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের কেশবপুর এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে আহত ব্যক্তিদের দেখতে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন জোনায়েদ সাকি। সেখানে তিনি হামলার শিকার হন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ