জাপানি রাষ্ট্রদূত চরম সত্য কথা বলেছেন: ফখরুল


প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২২, ১০:০১ অপরাহ্ন / ৮৩
জাপানি রাষ্ট্রদূত চরম সত্য কথা বলেছেন: ফখরুল

বাংলাদেশের নির্বাচন সম্পর্কে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ‘চরম সত্য কথা’ বলেছেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আপনি যখন দুর্বল থাকেন, আপনার যখন পায়ের নিচে মাটি থাকে না, তখন আপনি এ ধরনের কথা বলবেন। এটার বাস্তবতাটা এটা যে, জাপানি রাষ্ট্রদূত যে কথা বলেছেন, চরম সত্য কথা বলেছেন।’

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ভিয়েনা কনভেশন এখন দেখেন। যখন আপনারা এভাবে মানুষ হত্যা করেন, যখন আপনার গুম করে দেন, খুন করে দেন, দিনের ভোট রাতে করেন, ভোট না করে নিজেদের সরকার ঘোষণা করে দেন। তখন কোথায় থাকে? বিষয়টা তো ওই জায়গায়।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদের চোখ খুলেছে। তারা এখন দেখতে পাচ্ছেন যে, বাংলাদেশে কিছু হচ্ছে। বাংলাদেশ তো বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। স্পার্টেড পারসেল অব দ্য ইন্টারন্যাশনাল গ্লোবাল কমিউনিটি গোটা বিশ্বের একটা অংশ। এখানে ইচ্ছা করলেই…। এখন আর সেই দুনিয়া নেই যে ইচ্ছা করলেই যা খুশি করে যেতে পারে। কেউ কিছু বলতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘এটা (বাংলাদেশ) তো কোনো ক্লোজড কান্ট্রি না। মিয়ানমার বা নর্থ কোরিয়ার মতোও না। মোটামুটি একটা ওপেন কান্ট্রি। এখানে যারা পার্টনারশিপ আছেন, যারা ইনভেস্ট করেন, টাকা পয়সা দেন, উন্নয়নের সঙ্গে জড়িত, তারা তো তাদের কথা বলবেই।’

সরকার ইঙ্গিত দিচ্ছে যে, বিএনপি আন্তর্জাতিকমহলকে প্রভাবিত করছে- এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘তাহলে কী বুঝতে হবে? এটাই বুঝতে হবে যে আমরা এখন জনগণকে সঙ্গে অনেক দূর এগিয়ে গেছি। তাই না? ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন সেদিকে চোখ দিতে বাধ্য হচ্ছে।’

উল্লেখ্য, গত সোমবার ঢাকায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, ‘আমি শুনেছি পুলিশ কর্মকর্তারা আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করেছেন। অন্য কোনো দেশে এমন দৃষ্টান্তের কথা শুনিনি। এভাবে ব্যালট বাক্স ভর্তির ঘটনা যেন পুনরায় না ঘটে। এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার, এটাই আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ৪:১৯ অপরাহ্ণ
  • ৬:০৬ অপরাহ্ণ
  • ৭:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ