মোঃ নেওয়াজ মোর্শেদ নোমানঃ জয়পুরহাটঃ জয়পুরহাটের দুইটি আসনেই আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী জয়ী হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে এসব ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
ফলাফলে দেখা গেছে, জয়পুরহাট-১ আসনে ১৫১ টি কেন্দ্রে আওয়ামী লীগের নৌকার প্রার্থী এ্যাডঃ সামছুল আলম দুদু পেয়েছেন ৯৬ হাজার ১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাচি মার্কার স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা পেয়েছেন ৪৭ হাজার ৭৭৬ ভোট।
অন্যদিকে জয়পুরহাট-২ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। তিনি পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাচি মার্কার স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট।
আপনার মতামত লিখুন :