জয়পুরহাট দুইটি আসনের বিজয়ী নৌকা


প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৪, ৭:১৮ অপরাহ্ন / ৩৮৭
জয়পুরহাট দুইটি আসনের বিজয়ী নৌকা

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমানঃ জয়পুরহাটঃ জয়পুরহাটের দুইটি আসনেই আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী জয়ী হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে এসব ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

ফলাফলে দেখা গেছে, জয়পুরহাট-১ আসনে ১৫১ টি কেন্দ্রে আওয়ামী লীগের নৌকার প্রার্থী এ্যাডঃ সামছুল আলম দুদু পেয়েছেন ৯৬ হাজার ১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাচি মার্কার স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা পেয়েছেন ৪৭ হাজার ৭৭৬ ভোট।

অন্যদিকে জয়পুরহাট-২ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। তিনি পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাচি মার্কার স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট।