মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটে জেলা পর্যায়ে ৫২ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত ওই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. মহিউদ্দিন জাহাঙ্গীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমান উদ্দিন মণ্ডল। এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু জানান, এবার জোলার পাঁচটি উপজেলার ১৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৪ জন প্রতিযোগী জেলা পর্যায়ে অংশ গ্রহণ করে।
ছবির ক্যাপশন: বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. মহিউদ্দিন জাহাঙ্গীর।
আপনার মতামত লিখুন :