মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে আউডোরের পাশাপাশি ইনডোর সেবা দেওয়ার চেষ্টা করা হবে।
সভায় জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :