মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট : জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থী রায়হান মনুর জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১আসনের স্বতন্র প্রার্থী ট্রাক প্রতীকের রায়হান মন্ডল মনু, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন রায়হান মনুর প্রধান নির্বাচনী এজেন্ট সাদমান আলিফ রায়হান জয়, সাবেক ইউপি সদস্য নবাব উদ্দিন মেম্বার প্রমুখ।
সাবেক জেলা রেজিষ্টার ও ইউপি চেয়ারম্যান রায়হান মনু নিজের অভিজ্ঞতা বর্ণণা করে বলেন, তিনি নির্বাচিত হলে সাধারন জনগনের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। আগামী ৭ জানুয়ারি অবাধ সুষ্ঠ ভোটের আশা ব্যক্ত করে তিনি ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানান।
জনসভায় ১৭ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয় গঠিত জয়পুরহাট-১আসনের বিভিন্ন এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন।
আপনার মতামত লিখুন :