মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাট পাঁচবিবি শিমুলতলী এলাকায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সৌরভ (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়৷
রোববার (২১ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে৷ তার বাড়ি উপজেলার খাস বাড্ডা গ্রামের মৃত মোমিনের ছেলে৷ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে সৌরভকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে অ্যাম্বুলেন্সে থাকা সৌরভ হাসপাতাল চত্বরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷
আপনার মতামত লিখুন :