মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটে মেসি ট্রাক্টরের ধাক্কায় তামিম হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার পরে সদর উপজেলার চকশ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম হোসেন জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের জনি হোসেনের ছেলে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, শিশু তামিম তার বাড়ির সামনে থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক্টর পেছন থেকে তামিমকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :