মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকায় ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বার সহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি।
শুক্রবার (২৯ মার্চ) রাতে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। আটক স্বর্ণ চোরাকারবারীরা পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব (৪২) ও মেহেদী হাসান পাপ্পু (২৬)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৯ মার্চ) দুপুরে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা সীমান্তের নিকটবর্তী এলাকা হতে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে ২০টি স্বর্ণের বারসহ দুই যুবককে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর সদস্যরা আটক করে।
জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল তানজিলুর রহমান ভুইয়া বলেন, (২৯ মার্চ) দুপুর আনুমানিক পৌনে দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির উপ-অধিনায়ক মেজর আফিক হাসান এর সমন্বয়ে হাটখোলা বিওপির টহল কমান্ডার নায়েক আতোয়ার রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/৩২ – এস হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা মান্নানের মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে আব্দুল ওহাব, মেহেদী হাসান পাপ্পু নামে দুই চোরাকারবারীকে ২০টি স্বর্ণের বারসহ আটক করা হয়। আটককৃত চোরাকারবারী স্থানীয় এবং পূর্ব উচনা গ্রামের বাসিন্দা। এ সময় স্বর্ণের পাশাপাশি একটি মোটর সাইকেল দুইটি সীমকার্ডসহ দুইটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা ২০ পিস ২ কেজি ৩৩২ গ্রাম স্বর্ণের মূল্য, প্রায় ২ কোটি ২৯ লক্ষ ২১ হাজার ৬৪ টাকা।
আপনার মতামত লিখুন :