মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে নাশকতা সৃষ্টি সংক্রান্ত বিষ্ফোরক মামলার আসামী যুবদলের সদস্য সচিব মোঃ মুক্তাদুল হক আদনান, ও মোঃ মহিদুল ইসলাম খাঁন রাজিব কে জয়পুরহাট সদরের হাউসিং স্টেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত আদনান জেলা সদরের বাটার মোর এলাকার মৃত শামসুল হকের ছেলে এবং আসামী রাজিব সদরের শান্তিনগরের মোঃ আনোয়ার হোসেন খাঁনের ছেলে।
র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, গত ১৮ নভেম্বর রাত ৯ টার দিকে চকদাদরা ফকিরপাড়া এলাকায় পিকআপ ভ্যানের গতিরোধ করে হাসান বশরী সহ আরোও ৩০/৩৫ জন লোক পিকআপটি ভাংচুরসহ ইটপাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় বিষ্ফোরক আইনে মামলা হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে জয়পুরহাটের হাউসিং স্টেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আপনার মতামত লিখুন :