জয়পুরহাটে দুস্থ, শীতার্তদের মাঝে ৬ হাজার কম্বল বিতরণ


প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৪, ৪:৩৩ অপরাহ্ন / ২৬৪
জয়পুরহাটে দুস্থ, শীতার্তদের মাঝে ৬ হাজার কম্বল বিতরণ

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটে হিজরা সম্প্রদায়ের ২২ জনকে একটি কম্বল ও দশ কেজি চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের টেনিসক্লাব চত্বরে এসব বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্যাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোকখলেছার রহমান প্রমুখ।

এ বিষয়ে ইউএনও মো. আব্দুল্যাহ আল মামুন বলেন, ‘জয়পুরহাট সদর উপজেলার
বিভিন্ন গ্রাম মহল্লার- দুস্থ, অসহায়, হিজরা, নৃগোষ্ঠীসহ নানা শ্রেণি-পেশার শীতার্তদের মধ্যে ইতোমধ্যে সাড়ে ৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের এ ধারা অব্যাহত থাকবে। ‘