জয়পুরহাটে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল


প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৩, ৭:৫৪ অপরাহ্ন / ২১২
জয়পুরহাটে তিন স্বতন্ত্র প্রার্থীর  মনোনয়ন বাতিল

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট জেলার দুটি সংসদীয় আসনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই শেষে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং কাগজপত্রে ত্রুটি থাকায় তিন’জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

রবিবার বেলা ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই সম্পন্ন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

জেলা রিটানিং কর্মকর্তা জানান, জয়পুরহাট ১ আসনে স্বতন্ত্র প্রার্থী রানী রাবেয়া আসরী ও আলেয়া বেগম এবং জয়পুরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আতোয়ার রহমানের এক শতাংশ ভোটারদের তালিকায় দেওয়া তথ্য সঠিকভাবে যাচাইকালে সত্যতা না পাওয়ায় প্রার্থীতা বাতিল করা হয়।

এসময় জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান,সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমানসহ সহকারী রিটানিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ