জয়পুরহাটে আরআরএফ এনজিওর দুই ম্যানেজারের বিরুদ্ধে আদালতে মামলা


প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৪, ৫:২২ অপরাহ্ন / ২৮৬
জয়পুরহাটে আরআরএফ এনজিওর দুই ম্যানেজারের বিরুদ্ধে আদালতে মামলা

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ ঋন দেয়ার নামে সঞ্চয়ের টাকা আত্মসাৎ করার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর শাখার রুরাল রিকনাস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এর সাবেক ম্যানেজার দীন ইসলাম ও বর্তমান ম্যানেজার ইউনুস আলীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।

সোমবার দুপুরে ওই এনজিওর রিপা পারভীন নামে এক সদস্য জয়পুরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

বিজ্ঞ আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট নিশিত রঞ্জন বিশ্বাস মামলাটি তদন্তের জন্য আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শিয়ালা গ্রামের রাসেলের স্ত্রী রিপা পারভীন আরআরএফ এনজিওর আক্কেলপুর শাখার একজন ঋণ গৃহিতা সদস্য। রিপার আগের ঋণ পরিশোধ করার পর ওই শাখার সাবেক ম্যানেজার দীন ইসলাম ঋণ গৃহিতা রিপাকে ৩৫ লাখ টাকা ঋণ দিবে বলে প্রতিশ্রুতি দেয় এবং রিপাকে বলে, ৩৫ লাখ ঋণ নিলে সঞ্চয় দিতে হবে সাড়ে তিন লাখ টাকা। তখন রিপা সরল বিশ্বাসে ঋণের আশায় সাবেক ম্যানেজার দীন ইসলামের কাছে চারজন স্বাক্ষীর সামনে তার হাতে সাড়ে ৩ লাখ টাকা প্রদান করেন। এরপর প্রায় ৬ মাস ধরে ঋণ দিতে কালক্ষেপণ করে। এরই মধ্যে হঠাৎ করে সাবেক ম্যানেজার অন্যত্র বদলি হয়ে যান। পরে বর্তমান দায়িত্বরত ম্যানেজার ইউনুস আলীর কাছে গেলে ঋনের টাকার বিষয়ে অস্বীকার করে। সাবেক ও বর্তমান ম্যানেজার মিলে কৌশলে রিপার সঞ্চয়ের সাড়ে ৩ লাখ টাকা সঞ্চয় বহিতে জমা না করে বিভিন্ন তালবাহানা ও কালক্ষেপণ করে রিপাকে কোন প্রকার ঋণ প্রদান করে না। দিনের পর দিন ৬ মাস ধরে রিপা আসামীদের সাথে যোগাযোগ করে ব্যর্থ হয়। পরে আসামীরা রিপার সাড়ে ৩ লাখ টাকা ফেরত দিতে অস্বীকার করে। এরপর বাধ্য হয়ে সে আদালতে মামলা দায়ের করেন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ