মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটে আলাদা অভিযানে আন্তঃজেলা চোর চক্রের মূলহোতাসহ দু’জন মাদক কারবারী কে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযাানিক দল শনিবার রাত সাড়ে ১০ টায় জেলার উত্তর গোপালপুর এলাকা থেকে চোরচক্রের মূলহোতা অনোয়ার হোসেন এবং হরিপুর এলাকা থেকে বিকাল সাড়ে ৪ টায় ট্যাপান্টাডলসহ তারেক ইসলাম ও সায়েদ হোসেনকে হাতেনাতে গ্রেফতার করেছে।
রবিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান,
গ্রেফতারকৃত আসামী আনোয়ার জয়পুরহাট আন্তঃজেলা মোবাইল চোর চক্রের মূলহোতা। সে আটাপাড়া নামক এলাকা থেকে জৈনক সুলতান মাহমুদ নামে একজন ব্যক্তির মোবাইল ফোন চুরি করলে ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে চুরিকৃত মোবাইল ক্রয়-বিক্রয়ের সময় তাকে হাতেনাতে আটক করে।
অপরদিকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট সদর থানাধীন হরিপুর এলাকা থেকে তারেক ও সায়েদ কে ২০ পিচ ট্যাপান্টাডলসহ গ্রেফতার করে এবং মানিক কৌশলে পালিয়ে যায়। মানিক চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তারেক ও সায়েদ এর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
আপনার মতামত লিখুন :