জয়পুরহাটের ২টি আসনে ১৫ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ


প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৩, ১:২৯ অপরাহ্ন / ২২২
জয়পুরহাটের ২টি আসনে ১৫ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটের ২টি আসনে ১৫ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। আজ সকালে জয়পুরহাটের জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এই প্রতিক বরাদ্দের ঘোষনা দেন। এসময় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এড ও আওয়ামী লীগের প্রার্থী এড সামছুল আলম দুদু, স্থানীয় সরকারের উপপরিচালক আবুল কালাম আজাদ, নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত সহকারি কমিশনার শামিম হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমসহ সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বরাদ্দকৃত প্রতিকগুলো হল জয়পুরহাট-১ আসনে, ১. এ কে এম রায়হান মন্ডল মনু (স্বতন্ত্র)-ট্রাক, ২.মোঃ আব্দুল আজিজ মোল্লা (স্বতন্ত্র)- কাঁচি, ৩. সামছুল আলম দুদু (বাংলাদেশ আওয়ামীলীগ)- নৌকা, ৪. মোঃ জহুরুল ইসলাম (স্বতন্ত্র)- ঈগল পাখি, ৫. এ কে এম মোয়াজ্জেম হোসেন (জাতীয় পার্টি)-লাঙ্গল, ৬. মোঃ রুকুনুজ্জামান (ন্যাশনাল পিপলস পার্টি)-আম, ৭. মোঃ মাসুম তৃণমূল (বিএনপি)-সোনালী আঁশ।
জয়পুরহাট-২ আসনে বরাদ্দকৃত প্রতিক হলো
১. আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন (জাসদ)-মশাল, ২. আবু সাঈদ আল মাহমুদ স্বপন ( বাংলাদেশ আওয়ামীলীগ- নৌকা, ৩. মোঃ আবু সাঈদ (ন্যাশনাল পিপলস পার্টি)-আম, ৪. গোলাম মাহফুজ চৌধুরী অবসর (স্বতন্ত্র)-কাঁচি ৫. মোঃ আব্দুর রাজ্জাক সরদার(স্বতন্ত্র)- ঈগল পাখি, ৬. মোঃ নয়ন (বাংলাদেশ কংগ্রেস)-ডাব, ৭. আবু সাঈদ নুরুল্লাহ মাসুম (জাতীয় পার্টি)- লাঙ্গল, ৮. মোঃ আতোয়ার রহমান (স্বতন্ত্র) -ট্রাক।
প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়ার পর নির্বাচনী আচরন বিধি মেনে চলার পরামর্শ দেন রিটার্নিং কর্মকর্তা।

নিজ নিজ পছন্দের প্রতিক বরাদ্দ পেয়ে প্রার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ