জমি সংক্রান্ত বিরোধ সংঘর্ষে গুরুতর আহত -৫
প্রকাশের সময় : জুন ১৬, ২০২২, ১:২৩ অপরাহ্ন /
২২০
মাজহারুল ইসলাম ( পঞ্চগড় প্রতিনিধি) বোদা উপজেলার পৌর এলাকায় সাতখামার গ্রামের মনসুরুল হকের ভোগ দখলীয় সমপত্তি ৩০৮ নং খতিয়ানভুক্ত জেল নং ৬৮, ৩০৭০ দাগে ৫০ শতক জমিতে একই গ্রামের ফরিদুল ইসলাম গং ও কিছু ভাড়াটিয়া বাহিনী নিয়ে গতকাল ১৬ জুন বৃহস্পতিবার রাত ৩ টার সময় মহেন্দ্র নিয়ে বিরোধীয় জমিতে হাল চাষ করতে গেলে জমির মালিক মনসুরুল ইসলাম ও তাঁর আত্মীয় স্বজন হাল চাষে বাধা দিতে গেলে প্রতিপক্ষ ফরিদুল গংরা হাতে থাকা লাঠিসোটা ও ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মনসুরুল হককে এলোপাতাড়িভাবে মারধর করে এবং ধারালো অস্ত্রদ্বারা আঘাত করলে দুজন মহিলা সহ ৫ জন জখম হয়ে।গুরুতর আহতদের বোদা সদর হাসাাতালে ভর্তি করা হয়েছে।দুজন মহিলাকে ঠাকুরগাঁওসদর হাসপাতালে ভর্তি করেন।
আহত ব্যাক্তিরা হলেন মনসুরুল হক (৭২) শাহাদত আলম (৭০) বোরহান (৪২) সাবিনা ইয়াসমিন(৪৫) সুলতানা রাজিয়া (৪২)।
জানা গেছে, ওই জমি নিয়ে দুপক্ষের বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। এব্যাপারে বোদা থানায় একটি এজাহার হয়েছে বলে বাদী পক্ষের আলহজ্জ আজিজার রহমান জানান।
আপনার মতামত লিখুন :