লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মীর শাহ আলমের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) ইউনিয়নে ৭নং ওয়ার্ড় আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দলমত নির্বিশেষে ৭নং ওয়ার্ড় আলীপুর গ্রামের সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, ইমাম, নারী-পুরুষসহ প্রায় পাঁচশতাধিক লোকজন উপস্থিত ছিলেন। তারা বর্তমান চেয়ারম্যান এর দীর্ঘ ১৩বছরের দায়িত্ব পালনের প্রসংশা করেন। আগামী ২৮এপ্রিল চেয়ারম্যান হিসেবে আবারও মীর শাহ আলম কে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম বলেন, আমি দীর্ঘ ১৩বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। কখনো এক টাকার অনিয়ম বা দূর্নীতি করিনি। বিচারের নামে সালিশ বানিজ্য করিনি। যতটুকু সম্ভব সঠিক সেবা দেওয়ার চেষ্টা করেছি। দলমত নির্বিশেষে ইউনিয়নের সকল জনগণকে সমান ভাবে মূল্যায়ন করেছি। আমার ১৩ বছরের দায়িত্ব পালনে যদি আপনারা সন্তুষ্ট হন তাহলে আগামী ২৮এপ্রিল আমাকে ভোট দেওয়ার অনুরোধ করছি।
দোয়া-মোনাজাত ও ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১০ মার্চ) ভোটের এই তফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট হওয়া ইউনিয়ন পরিষদগুলো হলো- দক্ষিণ হামছাদী, দালাল বাজার, বাঙ্গাখাঁ, তেওয়ারীগঞ্জ ও লাহারকান্দি।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১ এপ্রিল, আপিল দায়েরের সময় ২ থেকে ৪ এপ্রিল, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল এবং ভোটগ্রহণ ২৮ এপ্রিল।
আপনার মতামত লিখুন :