চেয়ারম্যান পদে মনোনয়ন কিনলেন যুবলীগ নেতা তফসির


প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৪, ৪:৫২ অপরাহ্ন / ৩৬৯
চেয়ারম্যান পদে মনোনয়ন কিনলেন যুবলীগ নেতা তফসির

লক্ষ্মীপুর প্রতিনিধি – লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন মো. তফসির। বুধবার (২০ মার্চ) দুপুরে তিনি উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তফসির ওই ইউনিয়ন যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

১৫ নং লাহারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী মো. তফসির বলেন, ইউনিয়ন যুবলীগের দায়িত্বে থাকায় এখানকার প্রত্যেকটি মানুষের সঙ্গে সখ্যতা রয়েছে আমার। দলমত নির্বিশেষে সকলের ভালো কাজ ও তাদের বিপদে পাশে থাকার চেষ্টা করেছি। ব্যক্তিগত অর্থায়নে সহযোগিতা করেছিলাম ইউনিয়নের অসহায় ও দুঃস্থদের। বিশেষ করে করোনাকালীন সময়ে অসহায় ছাড়াও ঘরবন্দি মানুষদের সহযোগিতা করেছি।

জীবনের ঝুঁকি নিয়ে খাদ্য দ্রব্য পৌঁছে দিয়েছি প্রত্যেকের ঘরে ঘরে। এছাড়া করোনাকালে ভয়ে নিকট আত্মীয়ও যখন মরদেহ স্পর্শ করতো না। ঠিক তখন আমার ব্যক্তিগত উদ্যোগে একদল স্বেচ্ছাসেবক নিয়ে লাশ দাফন করেছি।

লাহারকান্দি ইউনিয়নবাসী আমার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারনে মূল্যায়িত করবে। তারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। আমিও সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবো। সকলের মতামতের ভিত্তিতে স্মার্ট লাহারকান্দি ইউনিয়ন গড়ে তুলবো।

আরও বলেন, যুবলীগের দায়িত্ব পাওয়ার পর থেকেই সকল নেতাকর্মীর সমন্বয়ে দলকে সুসংগঠিত করেছি। তাদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি ইউনিয়ন ও জেলা আওয়ামী লীগের সকল কর্মসূচিতে। নৌকার প্রার্থীদের জয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার চেষ্টা করেছিলাম। কখনোই বিএনপি-জামায়াতসহ কোন অপশক্তির কাছে হার মানেনি। তাছাড়া সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও সকল ধরনের অপরাধ নির্মূলে কাজ করে গিয়েছি। ইনশাআল্লাহ, চেয়ারম্যান নির্বাচিত হলে ভবিষ্যতেও এ কাজ করে যাবো।

মনোনয়ন ফরম সংগ্রহকালে যুবলীগের এই নেতার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১০ মার্চ) ভোটের এই তফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট হওয়া ইউনিয়ন পরিষদগুলো হলো- দক্ষিণ হামছাদী, দালাল বাজার, বাঙ্গাখাঁ, তেওয়ারীগঞ্জ ও লাহারকান্দি।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১ এপ্রিল, আপিল দায়েরের সময় ২ থেকে ৪ এপ্রিল, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল এবং ভোটগ্রহণ ২৮ এপ্রিল।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ