গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ঝুঁকি বিশ্লেষণ করে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। তবে অনুমতি দিলে তা কবে দেওয়া হতে পারে তা নির্দিষ্ট করে জানায়নি ডিএমপি।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।
তিনি বলেন, বিএনপি ঢাকা বিভাগে যে গণসমাবেশ করবে সেটার অনুমতির জন্য দলটির নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছেন। আমরা লিখিত দরখাস্ত পেয়েছি, এখন সেটি বিবেচনা করে দেখবো অনুমতি দেওয়া যায় কি না। আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের তথ্য বিশ্লেষণ করে দেখবো কোনো ধরনের ঝুঁকি রয়েছে কি না।
বিএনপির গণসমাবেশের অনুমতি পেতে কতদিন লাগবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা আজকে আবেদন করেছেন, আমরা আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঝুঁকি বিশ্লেষণ করে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।
আপনার মতামত লিখুন :