খেলা চলাকালে জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধে হাইকোর্টের রুল


প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২২, ৭:১৫ অপরাহ্ন / ৩৮২
খেলা চলাকালে জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধে হাইকোর্টের রুল

খেলার সময় জুয়া সংক্রান্ত অনলাইন বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচার বন্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১৮ ডিসেম্বর) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালযের সচিব, টেলিকমিউনিকেশন, বিটিআরসিসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন মো. শেখ কামাল হোসেন মিয়াজি।

এর আগে গত গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মিফতাউল আলম ও সুমিত কুমার সরকার এ রিট দায়ের করেন। শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেন। জনস্বার্থে এ রিট আবেদনটি করেন তারা।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ